যদি  হাঁটি পথে কেবল হেঁটে যাই
পথের ফুল যেন পথে ঝরে যাই
যে ফুলের হয়নি কখনো ফল
যে ফুলের কেবল গন্ধই সম্বল
যে গন্ধের আয়ু হয় একদিন
রাত্রে ফুটে সে রাত্রিতেই বিলীন
ভিড়ে যাবো ঠিকই রাত্রির  দখলে
হারিয়ে যাবো মধুমতী নদী জলে
আর হারাবো জীবনটা করে ছাই
বার বার যেন ফুল হয়ে ঝরে যাই।