কার্তিকের ফিনফিনে কুয়াশায়
মেলে দেয়া ভালোবাসার কিনারে
সন্দেহ লুকিয়ে আছে আর প্রিয়তমার সনির্বন্ধ স্তনে,
পুকুরের  শ্যাওলা তোলা ঘাটে
বিলম্বিত হবো তবু
জানি আমি চেনা মুখটির অচেনা ঠিকানা।


রাশি রাশি শেফালী ফুল নয়,টুকরো টুকরো এতো
স্বচ্ছ কাগজ এলো কোথা থেকে
এই নিটোল ভোরের আলোয়
প্রিয়তমার চিঠির খোঁড়ল বুঝি ? নাকি ভষ্ম করা
ইদুঁরের কাটাকাটি সম্পত্তি  ?  ঝিম ধরা
লেখাপড়া পুস্তকের করুণ পরিণতি
এই প্রসিদ্ধ ভাগাড়-----------


জানি, তবু মুঠো খুললেই
বিন্দু বিন্দু তারার নাচন ছুটে আসে
চোখের পাতায় পাতায়
ঐ দূর অস্বচ্ছ আলোর নীচে
বেহালার সুর কেঁদে ফেরে
কেঁদে ফেরে আমাদের বুকের পাঁজর।
*************************
রচনাকাল ১৯৯৪ সোনাডাঙ্গা, খুলনা