রাতের ট্রেনে আসছি মা,
                   আমি এলে তারপর ভোর।
ট্রেন থেকে নেমে বসন্ত খুড়োর উঠোনে সুমতি কয়লায় দাঁত মাজা কালিমাখা গালে একগাল হেসে যেই বলবে,"এই এলে কবিদা! " তখন, হ্যাঁ তখন হবে ভোর।


ন্যাড়া মাথা সুখলাল কাশবে অনর্গল,বাপ মরা ছেলে;
জ্বরের ঘোরে ভুল বকে যাবে ফরহাদ, বাড়ি মুখো তার আসে না স্বজন কোনো, ঘন ঘোর জ্বর বেলা
তবু আমি আসবো।
মায়ের মুখখানি দেখে পুঁটি ও শাপলার ঝোলে ভাত মেখে, যাবো শৈশব কৈশোরে..


ক্ষ্যামা পিসি কত জল ঝরালো চোখের, ফেলু কাকা নাতির শোকে সমুহ পাগল, পাড়ার তালই গল্পে গল্পে যাবে পারস্যদেশ। শ্যাম, দীনু, পদ্মা কে কেমন আছে
পাড়ার মোড়ে বুড়ো বটগাছ! সবই জেনে নেবো এই ভোরে।
আসছি, আসছি আমি রাতের ট্রেনে....
হু হু বেগে বইছে বাতাস ঝক ঝক চলছে ট্রেন
রাত শেষে আমি এলে তারপর হবে ভোর
ক্ষ্যামা পিসি আর কেঁদো না.......
★★★★★★★★★★★★★★★★★★★★
টুঙ্গিপাড়া,