যত্ন করে রেখে দিয়েছি তোমার দেয়া স্মৃতির রুমাল তিনটি তারকা আঁকা কয়েকটি শব্দ বাক্যে জড়ানো একটি কবিতা আর কিছু গোলাপের শুকানো পাপড়ি।


যত্ন করে রেখে দিয়েছি হলুদ খামের ভেতর
পুরে দেয়া স্বচ্ছ একটি পাহাড়ের ছবি,
ওটা নাকি তোমার বাড়ির কাছের কাঞ্চনজংঘা, যেটাতে খুব ভোর বেলা তোমার স্মৃতিরা ওঠানামা করে, কখনো পিছলে পড়া মনটাও--


বলতে পারো ? স্বপ্ন আঁকা পাহাড়টার ঝর্ণার জলে
স্নান করে ফেরা ফুল প্রজাপতি কিংবা লুকায়িত
প্রেমিক সকল কতটা ভালোবাসা বিনিময় করে গেলো।
কতটা নিঃশেষ হলে বেদনার ফুলে
আরেকবার তাকানোর অবসর হলো,
যদিও পাখির গানের সাথে বিনিময় হলো সুখের নদী
যদিও চাঁদের জোছনার কিনারায়
চৈতী রাতে আকাশে হলো অলস বিছানা পাতা।


বলতে পারো ? স্মৃতির দূরত্ব কতটুক
কতটা ধারণ করে বুকের জমিন! কান্নাকে থামাতে পারে বিনিময় কিসের !  দুঃখকে নামানোর মন্ত্রটা
কোন ঝর্ণার অতল জলে ডুবে খাবি খায় বার বার
ঝর্নার গানের সাথে মিশে যায় কোন্ সময়ের সন্ধিক্ষণ!


বলতে পারো ? কোন সময়ের অনটনে টানা টানা চোখের কাজলে লিখেছিলে পশ্চিমের আহবান
স্মৃতির রুমালে!


জানতে চাইলেও মন চলে বিদীর্ণ মনে
রাষ্ট্রের দুঃখে আমি দুঃখিত হই বলে, কষ্টে আমার কষ্ট হয় বলে অকাতরে রোদ বৃষ্টি ঝড়ে সত্যিই আমি প্রেমিক হয়ে যাই।
★★★★★★★★★★★★★★★★★★★★★★
টুঙ্গিপাড়া,