ধানের গল্প শুনি, অভাব সারার গল্পটাও
অথচ নিত্য অভাবী চাষী, চাষ করে যায়
অভাবের সংসার
প্রত্যহ প্রতিক্ষণ জ্বলে পুড়ে মরে অগুনতি জনগন
ক্ষুধা জ্বরা মরা আর রাজনীতি হিংসার
পৃথিবীতে আজও এক তৃতীয়াংশ মানুষ অনাহারী,
কাটে বিনিদ্র রজনী তার
জীবন আর যৌবন কী থাকতে আছে অনাহরীর?
ঈশ্বরই আজ একচোখা দর্শক
চিরকাল দুর্বলের সময় পার অকূলের ডুবসাঁতার