ডানা ভাঙ্গা পাখির মতো
হৃদয় ছেড়া আমি এক উটকো কবি
বাবার খবর পেলাম
এইতো কিছুক্ষণ আগে
এক শহর মুখো যুবকের কাছে।


আমি তো জানিঃ
গ্রামের বাতাসে কবিতা মুখ থুবড়ে পড়ে ;
গ্রামের বাতাসে ওড়ে না কবিতা ঘুড়ীর মতো
এখানে পরিষ্কার বাতাসে স্বপ্নরা ওড়ে
ভালোবাসাময় কবিতা ওড়েনা
ওর চেয়ে যন্ত্রের ঘ্যানর ঘ্যানর শব্দ
আর কালো ধোঁয়ার গন্ধময় বাতাস
কবিতাকে ওড়াতে পারে ভালো।


কবিতার এই পুনর্বাসনের জন্যেই
এ শহর ও শহর ইতস্তত ঘুরি।


ফুল পাখি আকাশ সমুদ্র জলে
নিষ্ঠার চৌকাঠে, দিনে দিনে
কবিতার ঝোলা আরো ভারী হয়
কবিতার উটকো গন্ধে তাই
আনন্দ যেন আতি পাতি করে
প্রিয়তমার মুখের মতো ফুটে ওঠে
ছন্দছাড়া কথার ইন্দ্রজাল
বাবা তাই এক নির্বাসিত  অতীত।


এ জন্যেই বাবার দারুণ দুঃখ
ভাসে না মনে
ভাসে শুধু সময়ের কবিতা
***********************
সোনাডাংগা, খুলনা
রচনাকাল ৩০-০৮-১৯৯৩ ইং