বন্ধু,  তুমি চেয়ে দ্যাখো
অগ্নিগিরির পাথরও জ্বলছে রাত্রিদিন
আমার বুকের দহন যেমন
দুঃখ,জ্বরা, যন্ত্রণার কার্নিশে লটকানো এই মন
পিচ্ছিল পথ ; হয়ত ভাববো, রোদের ঝকমকি আসবে কখন ??


কখন হাসবে সকাল ঠিক নির্মল শিশুর হাসি
কখন বলবে সবাই, বলবে এইতো চাই
সব স্বপ্নের দিনে, চলো একবার ঘুরে আসি।


চলো বন্ধু,
চালনের বুননের ফাঁকে চলো যাই বুনে দেই গহীনের রোদ
যতই আসুক না কণ্টক পথ, দুর্গম পাহাড় জঙ্গল হিংস্র শ্বাপদ।
যতই কষ্টের হোক
দুর্মর যন্ত্রণা পোহাতে পাতি আঁচলের শোক
নিশ্চয়ই এই ঘুট ঘুটে আঁধারের রাত্রি শেষে
একবুক আশা নিয়ে আসবে জীবনের পর ভোরের বাহক।
******************************************