বহুদিন ধ'রে খুঁজেছি এখনো খুঁজি
তারামুখী চোখ, পিতলের রঙ, একটি বিকেল অশান্ত চঞ্চল
ভীরু দুই ঠোঁটে পালিশে মোড়ানো হাসি।
~
বহুদিন ধরে খুঁজেছি এখনো খুঁজি
খোঁপা খুলে এলো চুলে হেঁটে যাওয়া অবয়ব
নিমগ্ন ফুলে মধুপ মঞ্জুরি,হাসি তরঙ্গে উচ্ছল রূপায়ন
~~
বহুদিন ধ'রে খুঁজেছি এখনো খুঁজি
সাতটি তারার একটি মিলন ফুলে
একটি বাঁশীর সুরের অপূর্বতায়
আঁধার ছাপিয়ে খুশীর বহ্নিশিখা
~~~
বহুদিন ধরে বইয়েছি নোনাজল
চোখের কোনায় বারুদের ছড়াছড়ি
তৃষ্ণার কোলে ছুঁড়ে দেয়া তীরে বিঁধে যাওয়া বেদুইন
অনন্যোপায় কাতর মিনতি প্রেম
~~~~
বহুদিন ধরে হেঁটেছি এখনো হাঁটি
অবলা পথের রঙধনু মেখে পায়, আবির ছড়ানো দিগন্ত রেখা ধরে, পারিজাত আঁখি দু'কুল ছাপিয়ে যায়
তৃষ্ণার ফুলে ঢেউ খেলে বনচুমি।
~~~~~
হয়ত পাবো না পেয়ে যাবো ঠিক খোঁজাখুজি হবে শেষ
বহুদিন পর মিলনের সুর নিঃশেষ বিদ্বেষ।
***************************