অবেলায় এলে
কেন কড়া নাড়লে দরজায়
কেন আসমান ছুঁই ছুঁই বেদনা নিয়ে
পথের মাঝেই পথটি হারালে সুবোধ বালক !
*
দ্যাখো না চারিদিকে তমসা ও ভয়
হিরের নেকলেসে ঝুলে থাকা পৃথিবীর সুখ
চাঁদের হলুদ রোদে শুকানো বেঘোর একথালা জোছনা মাখা ভালোবাসার খুব বেশী টানাটানি ফের!
*
রকমারি  হাটে ভালোবাসা বিকোয় না বলে
হুট করে চলে এসো না বালক
ছাতিম অথবা চালতের ফুলে এঁকে দিয়ে তবে এসো
যদি কিছুটা পাও তুলে দেবো কিশোর বেলা
নিয়ে নিও খানিকটা প্রেম
ফুলে কিন্তু ছুঁয়ে দেয়া হয়নি সকাল।
*
বালক !
মাছরাঙা চোখে এই অবেলায় কেন এলে ?
এলে যদি সুবোধ বালক
শত সূর্যের হাসি নিয়ে আসো তবে ;
আর কত কান্না চেপে, কত আর ভুল ভেবে
কষ্টের ঝাঁপি মাথায় করে খুড়ে দেবো অচিন কবর
অচেনার চাঁদ বনে কত আর কুড়াবো কুয়াশা বিকেল ?
******************************
টুঙ্গিপাড়া,