ভর্তুকি সারে নড়ে উঠছে ধানচারা, সবুজ উদ্যান
কৃষকের স্বপ্ন রোপিত হবে শিগগিরই
পাটের জাগে দেনাশোধ শেষে আবার ক্ষুধার রাজ্যে বসবাস
কর্মহীনে অধিক শুল্কের বিড়িতে টানে চিন্তা
বৃষ্টি কি পারবে নেভাতে বাজারে লাগা দুর্বৃত্তের আগুন, ক্ষুধা কিংবা সন্তানের আশা?
*
খুলেছে শিক্ষালয়, একবুক আলো নিয়ে হাঁটা যুবক- যুবতী পার হবে প্রমত্ত পদ্মা অনায়াসে
ওইপারে পাখির কলতান, তুমুল হাতছানি, স্বজন বাতাস; বদলে দিতে পারে জীবনের মানে
**
আপাতত কমছে মরা আর মারীর ছোবল, নতুন ছোবলে কাঁপছে ভুবন, কাঁপছে কুড়ি কোটি স্বদেশবাসী
কী স্বপ্ন দেখবে দিনরাতে?
হা ঈশ্বর! দেখাও না, একটা পথ রোজগেরে
সকল মানুষ যেন বাঁচে নুনভাতে।