কোথায় দাঁড়াবে স্বজন ?
ডানে দেখো, বামে; আষাঢ় ঝরছে চোখে গরীবের
রোদ আলো নিয়ে, রাত্রি আঁধার নিয়ে আসে যথাযথ
একদল নিপীড়িত কৃত্রিম আঁধারে চলছে বারোমাস
জীবনই তার অঝোর কান্নার
তবুও সে হাতড়ে চলছে নদী-


যে দেশে এখনো মানুষ মানুষকে ভালোবাসে,
এখনো রোদের ভিক্ষা করে
এখনো বুকে ধরে রাখে ধর্মগ্রন্থের মতো দেশ
হাতে কাস্তে কোদাল, মুখে মেঠো সুর সহজ সরল
যাদের শ্রমে জোটে ক্ষুধার অন্ন সকলের, যাদের রক্ত চুষে ঢাউস হচ্ছে লুটেরা বেনে আমলা মন্ত্রী সরকার


বলতে লজ্জা হয়! সে দেশে আমার সেই মেহনতি মানুষ বড্ড কষ্টে আছে
তারা থাকতেও চায় মোটা কাপড় আর সামান্য নুন ভাতে। তারা চায়নি উঠতে সমাজের উঁচু সিঁড়ি, কাড়ি কাড়ি সুখ, অঢেল সম্পদ


রাষ্ট্র রাজনীতি যারা করে তারা জানে অধিকার কারে কয়-
আমি যদি কর দেই
যদি হই সামান্য নাগরিক
মানি আইন কানুন শৃঙ্খল
অপরাধী হলে শাস্তি পাই
ভোটের অধিকার যদি থাকে তাহলে তুমি হে স্বজন হে রাষ্ট্রনায়ক, রাজনীতিবিদ চালক দেশের-
আমাকে আমার মৌলিক অধিকারটুকু দাও
শ্রমে আর মেধায় আমি যেখানে পৌঁছতে পারি বাঁধাহীন যেতে দাও
আটকে দিও না পথ, নিও না কেড়ে আমার আজন্মের অধিকার।
আমারও বাঁচতে বড় সাধ হয়, দেখতে মনে চায়
ভালো আছে আমার দেশ মাটি মানুষ।
★★★★★★★★★★★★★★★★★★★★★
টুঙ্গিপাড়া,