তোমার মুঠোফোনে ভীষণ ব্যস্ততা
এতো কথা কোথায় পাঠাও ?
তারপরও বলো, কোন কথা হচ্ছেনা ইদানিং
সংলাপ রাজনীতি মিছিলে মিছিলে বলা ;
কল্পনায় ভাসিয়ে ভেলা, কত রাগ অভিমান কত অনুযোগ অভিযোগ তোলা
কথার কথায় ভালোবাসা ঠেলে দিয়ে দূরে
মুঠোফোন সামলাও সারাবেলা
মুঠোফোনে তোমার ভীষণ ব্যস্ততা.........


রোজ দেখি ঘরে ঘরে হাহাকার,অনাহার রোগ শোক ভরা
কর্মহীন মানুষের কান্নায় আকাশ বাতাস ভারী করা
বাইরে মারীর চাপ ভেতরে ক্ষুধা।
এমন দুর্যোগে তুমি কোথায় কেমন আছো
আরামে চেয়ারে বসে কোন সে রসের আলাপনে ভাসো
একবারও তাকালে না, একবারও জানলে না
দুঃখের সিঁড়ি কতটা জমিনে থেকে আকাশে খাড়া
মুঠোফোনে তোমার ভীষণ ব্যস্ততা।
*****************************
টুঙ্গিপাড়া,