সৌজন্য ফুল ভেসে যায় ছুরি কাটা অন্ধকারে
দিশাহীন এই পাললিক নদীতীরে কত দিবস যামিনী
কাঁদি আর মনে মনে বলি--
ও' অশ্রুজল, নমনীয় নদী
ও' রোদন ভরা অন্ধকার আলোর পৃথিবী
এই চরাচরে কতবারই তো তীব্র হলো রোদ, কতবারই তো শুকালো স্মৃতি
কতবার হলো চাঁদহীন রজনীর আকাশে নক্ষত্রের ছোটাছুটি
আর সেই আকাশের কাছে নক্ষত্রের ছায়া ছায়া দাগ মেখে সমস্ত অঙ্গ-প্রত্যঙ্গে তীব্রানুভূতির জানালা খোলা রেখে    
স্ফটিকের স্বচ্ছতায় হাত রেখে বলি, 'জীবন, হে প্রিয় জীবন। যত্নের হাতে তোমাকে গড়লেও, ভাঙ্গবেই তোমার সিংহ দুয়ার। ঘোচাবেই তোমার সতত উৎসারিত অহংকার। '


আগন্তুক দুঃখের কাছে উচ্চারিত কোন শব্দ
আর কোন সৌহার্দ্যপূর্ণ আকর্ষণ যদি থাকে থাক
শত আলোকবর্ষ দূরে হলেও রেখে যাবো ছাপ
সুখ দুঃখ আর ব্যথা বেদনার সন্তাপ।
******************************
টুঙ্গিপাড়া, ০১/১২/২০২২