বেঁচে থাকার সাধ
--শরীফ এমদাদ হোসেন
তাং- ২৮/০৭/২০২০


অনেক বাঁচার সাধ, তাই তো পূর্ণিমার
চাঁদে দোল খাই, আলোর সিঁড়িপথে হাঁটি অবিরাম
খুলে রাখি বেদুইন জানালা।


খুলে রাখি অবেলার চোখ কেননা এখনো বন্দী আছে
অনন্ত আকাশ, বন্দী মেঘে আষাঢ়ের গান
ভুলো মন তৃষ্ণার নদী, বন্দী পাখি হতাশা ময়ুর।


অনেক বাঁচার সাধ, তুলে রাখি পাণ্ডুলিপি
ক্ষয়িষ্ণু ভালোবাসা, ইতিহাস তুলে রাখি, রাখি  অগুনতি পরিতাপ আশা
খুলে রাখি বুকের জমিন, খুলে রাখি নিয়তির ভাষা।


অনেক বাঁচার সাধ, সাধ ছিল নদী হই কিংবা আকাশ
জলের জোছনায় দেই উন্মত্ত সাঁতার
ফসলের ক্ষেতে আঁকি কৃষকের সুখ
পাঠ ফেরা বালকের পাশে হাঁটি অনেকটা দিন।
*******************
টুঙ্গিপাড়া,