রোজ কী ডাকে পাখিদের উৎসব
গাছ গাছালিতে উল্লাস ভরপুর
রোজ সকালের হুইসেল বলে যায়
ফাঁকা ঘরখান কখনো শূন্য নয়
কেউ একজন বাস করে নিশ্চয়
সকাল বেলার আলোড়ন তোলা রোদে।


                এই পৃথিবীর বেলা অবেলার ডাক
                শুনে থাকো যদি,পেরিয়ে বসন্ত
                কোন কাজ হবে, গায়ের চর্ম ঢিলে
                শীতল তলে চুড়ান্ত মাহফিলে?
                যতই শোনাও আধুনিক প্রেমপ্রীতি
                সময়ের কাজ কেবল সময়ে হয়।


এই পৃথিবীর সব দেখা ভজনালয়
রূপ রস রঙে যতই রঙ্গিয়ে রাখো
সত্যিই দেহ ম্লান মুখে গত হয়
ধন সম্পদে দেশ ভরে রাখো যতো
এই পৃথিবীতে চিরকাল বাঁচা দায়
কর্মের মাঝে যদি বেঁচে থাকা যায়।
***************************************