ওই যে দরদালান বৃক্ষরাজি সতেজ উদ্যান
ওখানেও ছিল একদিন নদীর কলতান
ছিলো যুবতীর মতো নদীর শরীর, বাহারি তরঙ্গ তার
দুইপাড়ে বাতাসের দৌঁড় ঝাঁপ, চিরন্তন বসবাস-


পাখিদের কলরব ঘুরে তীরে নেই শান বাঁধা ঘাট,
নদীও নয় আজ বালুকার মাঠ, বুক চিতিয়ে দাঁড়ানো ওই আলিসান বাড়ি
এমনি করেই হারিয়েছে পৃথিবীর সাজ।


আমরা তো জানি, পৃথিবীর সমস্ত স্বাদ গন্ধ আটকে গেছে কুহকের জালে।
সৌন্দর্যের রেসে যারা ক্ষয় করে গেলো মূল্যবান সময় তারা কিন্তু পায়নি সুস্থতা
নদীর মতো জীবনকে ক্ষয়ে ক্ষয়ে গড়ে গেলো সভ্যতার বৈরি ইমারত।


যাত্রা অন্তহীন, তবুও পতঙ্গের ঝাঁপ পুড়তে অনলে।