একটা বিকেল তাহার সঙ্গে হোক
ভালো যাকে বেসেছিলাম, নদীর ঢেউয়ে রেখেছিলাম
সন্ধ্যারাগে কল্পনার আলোক
তাহার সাথে হয়নি দেখা বলে, আর হবে না? আর যাবো না শ্রীরামকান্দি গ্রামে? তাতেই কিন্তু অন্তরে আজ বিঁধে আছে শোক
একটা বিকেল তাহার সঙ্গে হোক


বিকেল নিয়ে বসে আছি
ফসকালো রোদ করুণ মেঘে ঝড়ের সমান্তরাল
আসতো যদি ফাগুন বেলা আগুন ঝরা চৈত বসন্তকাল
আসতো যদি চমকানো চোখ কাঙ্ক্ষিত লোক জমকালো আয়োজনে
দিতাম তারে জীবনটারে সকল বিকেল
সকল প্রয়োজনে


খুব বেশী না, একটা বিকেল চাইছি তো একবার
হাত বাড়ালাম রৌদ্র হলাম মধুমতির পার
সেই তো আমার ভর করা মেঘ হৃদয়াবেগ
সেই তো মনের তারা
আসমানেতে জ্বলবে রাতে জ্বলবে মনে সকল বাঁধনহারা


বিকেল নিয়ে বসে আছি
রোমান্টিক এক মন রয়েছে সাথে
আসুক যাকে বাসছি ভালো, আমার এ হাত মিলাই তাহার হাতে।