গান বাজছিল
"বধু, তোমার আমার এই যে বিরহ
একজনমের নহে--"
আসলে গান ভুলেছে সবাই
ভোলেনি বিরহ।


কারো সঙ্গ বিরহ, ক্ষমতার, টাকার
কিম্বা লোভের......


ডাকছিল রাস্তার ফেরিওয়ালা
তার ডাকে বুকের ভেতর হি হি করে ওঠে


শূন্যতা থাকেনা সবসময়
তবু শূন্যতা--


নদীর মতো বয়ে যায় বিরহ স্রোত
নদীও বদলায়......
★★★★★★★★★★★★★★★★★★
২৫/০২/২০২১