কালে অথবা সময়ে
===============


কবিতাগুলো হারিয়ে গেছে কালে অথবা সময়ে
এখনো তার অনুরণন অনুস্মরণ
চর্বিত চর্বণ
নতুন করে আসে না কবিতা
আসে না নতুন করে সৈয়দ সামসুল হক, সামসুর রাহমান, আল মাহামুদ অথবা শহীদ কাদরী, আবুল হাসান, রুদ্র শহিদ।
সেই যে গেলো দাউদ হায়দার, তসলিমাও ফিরতে পারলো না স্বদেশ মাটির কবিতায়
কবিতা ঘুরুক যত বিশ্বময়, ঘুরে ফিরে এক হয়ে আসে, একই আহবান যুগে যুগে, কেবল হাত বদলায়।



বদল
====


শাল পিয়ালির ডালে এখনো দোয়েল শ্যামা ফিঙে
ঋতুর বদলে কোকিলও বোল পাল্টায়
ন্যাড়া বৃক্ষ সাজ করে নতুন আবাহনে।
গা ভরতি প্রকৃতি পোষাক
পাল্টাতে পারেনি আজো গায়ের বউ অথবা মেয়ে
যান্ত্রিক চাষে পাল্টেনি ওম
অথচ সময় ঘুরে গেছে পূর্ব হতে পশ্চিম উত্তর হতে দক্ষিন।



উন্নতি
======


নেই ধর্মবোধ মনুষ্যত্ব মুখে আওড়াই মানবতাবাদ
নেই জীবে দয়া ভালোবাসা আত্মার আকর্ষণ
অন্তহীন দুঃখ সাঁতরে চলছে দেশ মাটি
যতই সমস্বরে বলি, চলছে উন্নতির দ্রুতগামী গাড়ি।



খেদ
=====
কোন খেদ নেই আর, জীবনের পথে হেঁটে যেতে
কত চেপে রাখি চাওয়া
মানব হয়ে জন্মেছি, এই তো সবচে' বেশী পাওয়া।


জন্মেছি তাই মরতেও হয় জানি
ভালো তো লাগেনা প্রতি ক্ষণে ক্ষণে মৃত্যুর ঘানি টানি


যেতেই যদি হয় এ স্বল্প সময় কেন জমাও লোভের পাহাড়
মানুষ হয়ে চিবাও কেন  মানুষেরই রক্ত মাংস হাড়!
★★★★★★★★★★★★★★★★★★★★★★
টুঙ্গিপাড়া,