অপ্রকাশিত কাশফুলে
ইংগিত করে গেলো মধুমতির নতুন চরে
সবুজের গাঢ় টিপ পরে
চলে যাবে কৈশরের ঘোড়া
আমাদের নতুন অভিধানে
উঠে এসে মটরশুঁটি
কয়ে গেলো অগোছালো ভাষা
শর্ষের ভারে নুয়ে পড়া অন্য এক পৃথিবী।


জানো কিনাঃ
অযুত সম্ভারে ভরা
সৃষ্টির বিস্তৃত গুদামের
দুরন্ত  ঝাপটায় খুলেছে দরজা


আজ তাই
দক্ষিনের এই মহুয়ার চর হতে
আমাকে বলেছে, " কবি,
আমি নাকি বড্ড ভালোবাসি তাকে
সে ই তাকে। "
**************************
রচনা১০/০২/১৯৯৪ ইং
সোনাডাংগা,খুলনা