হাত বাড়ালেই একরাশ স্মৃতি আসে
বুকভরা জ্বালা দীপ জ্বলা কারুচোখ
ভিজে থাকা গালে বেদনার ফুল ভাসে
বুঝতেই পারো আমার বাড়িতে শোক!


কতকাল ধরে স্মৃতি ধরে রাখি হৃদে
কতকাল ধরে মনুমেন্ট গড়ি প্রেমে
কতকাল তার বাড়িয়ে চলেছি খিদে
ভরা দুশমন, শোধ নেয় থেমে থেমে।


কতশত জন বাজি রেখে মন প্রাণ
এনেছে পতাকা স্বাধীন স্বদেশ মাটি
যার হোতা ছিল মুজিবুর রহমান
ঠিক ক্ষণ বুঝে দিয়েছিল ডাক খাঁটি।


নয় মাসে মোটে এদেশের বুক ছেঁড়ে
চলে গিয়েছিল বলি দিয়ে কত প্রাণ
দুশমন চেলা তবু ছিল মাথা গেড়ে
আজ তারা ভাঙ্গে হৃদয়টা খান খান।


কেউ যদি ভাবে মুছে দিয়ে যাবে মন
শুধু তারে বলি বসবাস তোর কোথা
শুধু জেনে রাখ, ভয়ে থাক সারাক্ষণ
চিরকাল ধরে মুজিব জাতির পিতা।


বহু সুখ শেষে জীবনের পরিনাম
সাড়ে তিনহাত মাটির জমিনে শোয়া
ওরে শয়তান তোর শরীরের ধাম
মাটি কেন হবে, হোক আগুনের ধোয়া।
*********-**************************
টুঙ্গিপাড়া