এই বৈশাখে আমি নদী হয়ে যাবো
মৃতের বরফ পার হবো
অনায়াশে,  কাঁদাবো না ওই ফুল ওই প্রজাপতি
মাথা পেতে নেবো বজ্রপাতের জ্যোতি
তোমার বেদনার হাট, দুঃখ অতি।


এই বৈশাখে নির্ঘুম এক চরম রুদ্রের রাত
এসেছিল ধরণীতে একমাত্র সুখী রবীন্দ্রনাথ
দুঃখের দহনে আমার চলাফেরা যদি
হয় হোক
তোমার তো নাই কোন ক্ষতি!


এই বৈশাখে আমি কান্নায় হই নদী
নদীর মধ্যে নদী আমার মধ্যে আমি সাঁতরাই বারবার
মাঠের মধ্যে মাঠ
ফসলের মধ্যে  ফসল উপচে পড়ে যদি।


এই বৈশাখে আমি নামাবো জলের ধারা
ঈশানের কোণে দেখো যদি আগুনের  ফুলকি
তোমার বুকের দহন শুকালো কারা
এঁকে দিলো তারা চিত্তদাহের উলকি।


এই বৈশাখে আমি কান্নায় হই নদী
নদীর মধ্যে নদী আমার মধ্যে আমি সাঁতরাই বারবার
মাঠের মধ্যে মাঠ
ফসলের মধ্যে  ফসল উপচে পড়ে যদি।
**************************
টুঙ্গিপাড়া,