একটা দোষ ছিল আমার, এখনো আছে
খুব সহজে তোমায় বিশ্বাস করে ফেলি
আমি যে অতশত বুঝিনা তাই ভেবে
বার বার আকাশের মতো উদারতা দেখিয়ে
আমাকে ভুলিয়ে দাও
পেছন থেকে ছুরি মারার জন্যে।
মহাসমুদ্রে খাবি খেতে খেতে কোন মতে
উঠে এসে নিজেকে আবার যখন সাজাতে থাকি
আবার তুমি আমাকে প্রমিথিউস ভেবে টুকরো টুকরো করো, কী সাধে তোমার বসতি বলবে কি তা ??
~
যুবতীর ঠোঁট যেই ভাবে রঙিন হয়ে ওঠে
যেই ভাবে মনের বাতাসে উড়ায় ফাগুন
দেহের বল্লরী রিনিকিঝিনিকি মারে
যেইভাবে পাতকীর চাহনি ফেরে গাছের পাতার ফাঁকে, লেহনকারী ধরবে বলে
সেই ভাবে আমাকে শোষণ করো তুমি আর নিক্ষেপ করো ময়লার ভাগাড়ে
আমিও নীরবে কোন শব্দ বাক্য ব্যতিরেকে তোমার সাজানো কবিতায় চুপচাপ বসে যাই।
তাহলে এখানেও আমার স্বার্থ আছে বলা যায়?
~~
আমি রোজ ভিড়তে থাকি তোমার ভাবনার দরজায়
এটা কী আরব্যোপন্যাসের রাজার রাত্রিযাপন, নাকি
হিম কুহেলির অন্তরতলে লুকায়িত  ভালোবাসা??
যদি তাই হয়-
এ পৃথিবীতে আমার থেকে সুখীজন আর আছে কিনা কেউ বলতে পারে?
*****************************
৩০/০৫/২০