বলে যাই
=====
--শরীফ এমদাদ হোসেন
তাং২৭-০৬-২০২০


সাধ হয়
একত্রিত হই সব অহিংসার কবি
এসো হাত ধরি পৃথিবীতে এনে দেই সুগভীর প্রেম
এসো কষ্ট পুড়িয়ে গড়ি প্রেমের শহর
খাটি হই পরস্পর ভালোবেসে ফুল পাখি আকাশ নদী
ওই চাঁদ বিরহের সঙ্গ দেই রাতের কুসুম
তারাদের দেশে দেই ধূপ ধুনো পারিজাত আঁখি
এসো ঘুম ভুলে হারানো স্বপ্নে খুঁজি ঘাসের শিশির ;


দজলা, টাইগ্রীস, নীলনদ, হোয়াংহো, ফোরাদ
গঙ্গা, সিন্ধু, নর্মদা, কাবেরী, যমুনা তীরে
খুঁজে ফিরি সেই সব চলে যাওয়াদের
এসো অনাবিল কবিতায় গড়ি পৃথিবী আবার
লিখি সভ্যতার আদি-অন্ত ইতিহাস সহস্রবার।


সাধ হয়
এসো একত্রিত হই সব বেদনার কবি
এসো দক্ষতার নিপুণ  হাতে ভালোবেসে তিলোত্তমা করে গড়ে তুলি একটি কবিতা নগর
কবিতার চাষবাস প্রীতি প্রেম অমৃতের সুর।
*********************
টুঙ্গিপাড়া,