এই আলোয় এই অন্ধকারে
যতটুকু আছে ভালোবাসা, বিলিয়ে দেবো
বিলিয়ে দেবো মধুমতী,সব জল জলের ছোঁয়া
হরতকি তলে সেই ধীর পদভার
সেই শেষ দেয়া নেয়া আশা ভরসার......


বিলিয়ে দেবো পথ পথের ছায়া
ফোটা ফুল সৌরভ মেঘের পাহাড়
নির্ভুল কবিতা পাঠ, নরম গলা
আলসেমি দুপুর আর যাবার বেলা


বিলিয়ে দেবো সব সুখ বেদনা
তারুণ্যের উৎসব আর স্বপ্নের ভাষা
বিলিয়ে দেবো যত আয়োজন ছিল
জীবনযাপন আর কল্পনার ভেলা।


আমার চাইনা কিছু, সব থাক তুমিও থাকো
জীবনে সরসে মাড়াও বিরহ সাঁকো।