ঘরে ফেরার সে কি তাড়া!
কেন যে বারবার ছুটে যেতে হয় শহর থেকে শহরে,
নগর থেকে নগরে ?
মানুষ হতে হলে ক’জনই বা হয় পরিব্রাজক,
কে হয় সন্ত, ভিক্ষু পীর মাশায়েখ কিংবা সন্নাসী?
এই অবেলায় শোক বুকে কী করে ফিরবে মানুষ?
তুঘলকি এই দখল দেশে শুয়ে আছে, বিষাক্ত সাপ
তাকে সাপ বলতেই ভয়
অথচ খোলশ পাল্টে ফেলা নাগরিক চেনাতে চায়
ধ্বংস নগর রাষ্ট্র সমাজ
বুঝাতে চায়, চলো ফিরে যাই ফসিলের যুগে
অধুনার পথঘাট ফেলে আয়েসী ইমেজে—
বহুবার শোধনের পরও এই দেশে রয়ে গেছে হিংস্র
শ্বাপদের নির্যাস
সেই কবেকার অপাংক্তেয় আয়োজনে ভরে আছে বিদঘুটে অন্ধকার
কে তারে তাড়ায় আবার, আবার কে করে শোধন
ফেরাতে আলোয়?
আছো কেউ উ্উ্উ্ আছো্ ছো্ ??
আছো এই আসমান তলে???
হাক দাও! বলো সমস্বরে, "আমার সোনার বাংলা,
আমি তোমায় ভালোবাসি......