বর্ষার বিলে বউ টুবানি জলে অখিল আর নিতাই তালের ডোঙায় মাছ ধরে বড়শি ফেলে
কখনো কখনো আমি এলে
একটু কেশেকুশে তারপর  বলে, "ভায়া মাছ না ধরলেই তো আপনার চলে। বেঁচা বিক্রির লোক তো আমরা ছাড়াও আছে আমাদের দলে।


শখ করে এসেছি নিতাই,যদি কোন মাছ পাই বড়শি ফেলে
কড়া করে ভাঁজা খাবো শর্ষের তেলে


এই বিলে ছাড়েনি কেউ মাছ , না তুই না আমি মিলে
তবু সৃষ্টির ইচ্ছায় বহু জন্মায় এ'র স্বল্প  জলে


কখনো ভেবেছো অখিল? এই খাল আর বিল
মাছ শুন্য হবে এক কালে
যদি না ছাড়ি মাছের পোনা তুমি ছড়ালেও সোনা
মাছহীন নদী জলে কী আছে এই পোড়া ভালে ?


আরো আছে যন্ত্রচালে
মাছ ধরা ডিজিটাল  জালে
ক্ষুদ্রতর মাছেরও মৃত্যু হলে
উপায় কী হবে তাহলে?
মাছ আর জন্মাবে না বউটুবানি জলে।