পাড়াগাঁ কুয়াশাময়
অদ্ভুত দরিদ্রতা ঘিরে আছে মেঘে মেঘে
নেই রোদ, ভ্যাপসা গরমে ঘামছে বাজার
হতাশ আগুনে করুণ কান্নারা ঘুরে ফিরে যায়
মধ্য বা নিম্নপাড়ায়
কে দেখবে কার প্রেম কতটা গভীর
নিদ্রার ওপারে লেখা স্বপ্নহীন আলগা ঠিকানা।


একদিন এই শূন্য গলি পথে
ঘুরে ঘুরে দেখে যাওয়া হোক
এখানেও হেঁটে যেতো সুখী স্বজনেরা
ফুটতো এখানেও চৈতি রাতে শুভ্র গন্ধরাজ
পুকুরের ধারে নেবুতলে ছিল সে কি ঘ্রাণের বাহার?
মাছ ভাত দুধেল গাভীর দুধ তাল খেজুরের চেনা
ঝোলা গুড় পটল উচ্ছে আর বাচ্চা কবুতর
আহারে জীবন কী সুখী সুন্দর! নাই নাই আর--
ঢেকেছে পাড়াগাঁ কুয়াশায়, এ এক অদ্ভুত অন্ধকার।
__________________________
টুঙ্গিপাড়া,