আচমকা বৃষ্টি হলেই মাকে মনে পড়ে
মা ছিল সারাজীবন বৃষ্টি


এই বৃষ্টিতে মায়ের কবরে ফুটবে নয়নতারা
উদাস হয়ে তাকিয়ে থাকতে থাকতে একটা নদী হয়ে যাবে চোখ
আর সেই নদীতে ঝাঁপ দিয়ে কুড়িয়ে আনবো শৈশব কৈশোর,  মা, বাবা, আদরের ভাই, বোন, সন্তান
পরম্পরা-


বৃষ্টি এলেই এখনো মনে হয় বাবা ডেকে বলেন,
"চল যাই- পাট বীজ, আউশ বুনি "
বাবা ছিলেন আউশের ক্ষেত, ঝমঝম বৃষ্টি, প্রতীক্ষার অগ্রহায়ণ-
পৌষের ভীষণ জ্বরে পুড়ে যাওয়া সুখ, ভরসার আঙ্গুল


এই বর্ষায় বাবা মার যুগল কবরে ফোটা ফুল, চিরকাল ভেতরে সুবাস দিয়ে যাক
তোমার মহিমায় হা ঈশ্বর! সীমানার ওপারে বাবা মা! অপার শান্তিতে থাক !!