বুকে যার বয়ে চলে অনন্ত আগুন
কারে আর পোড়াতে পারে সে....
পুড়ে চলে কাঠ কয়লায় মনের হরিন
অস্থির পাণ্ডলিপি গহীনের শব্দ আকরিক
কত আর রাখা যায় সুস্থির ধ্বনি !
পলে পলে দণ্ডে দণ্ডে পুড়ে যায় চিতা
পাখির পালকে লেখা কবিতা সমেত।


বুকে যার সাগরের তৃষা
বারুদে মাখানো চোখ শ্রাবণ নদী
চোখের কাজল পুড়ে বিদগ্ধ ছাই
পারে কি সে অন্য কারো শুকাতে যন্ত্রণা ??


কে কারে পোড়ায় বলো
যার বুকে অনন্ত আগুন
কারে আর পোড়াতে পারে সে.......
=======================
টুঙ্গিপাড়া,