প্রতিদিন মনে মনে খড়কুড়ো জড়ো করে নিজের জীবনটা জ্বালাই
কাঠ কয়লা বিহীন আমি পুড়ে পুড়ে অঙ্গার হই
কখনো সরবে কখনো নীরবে গান গেয়ে চলি,
"তুমি কি দেখেছো কভু জীবনের পরাজয়
দুঃখের দহনে করুন রোদনে তিলে তিলে তার ক্ষয়। ""


আমার পোষা বিড়ালটা এসে প্রায়শই আদর খেয়ে যায়
ওর চিরাচরিত প্রিয় খাবারগুলো দিলে ও'খেয়ে
সোফায় গিয়ে চিত হয়ে শোয়
কখনো আমার পাশে এসে বসে শুনশান নীরবতায়।


পৃথিবীটা এরকম নীরব হয়ে যায় কেন মাঝে মাঝে ?
জীবনের সীমান্ত বেলায় এভাবেই বুঝি সবকিছু নীরব হয়ে যায় ?  নাকি নীরব হয়ে যেতে হয় !


আমার বসতবাড়ির কয়েকজোড়া কবুতর  
ওরা কতটা পরিশ্রম  করে দিন রাত পালাক্রমে
আর কী অদ্ভুত সঙ্গ মিল ওদের !
ওদের কোন ঝগড়া নেই, খুব একটা যুদ্ধ নেই, পরকীয়া নেই, তোমার আমার মতন যখন তখন নেই, প্রকৃতিই ঠিক করে দেয় সংগম কখন হবে
ঝড়জল যতই আসুক
খেটে চলে ওরা অবিরাম, বিয়োগ বেদনা আনন্দ হরষে
কেবল একই গান গায় ওরা


আমি কেন পারিনা একই রকম থাকতে,
কাঁদতে অথবা গাইতে গান ?
আমারও তো পাখির মতন মন বিড়ালের মতন আহ্লাদী  ভালোবাসা চাই, চাই কলতান মুখর পৃথিবী আমার।