ও' চামেলি চল ফিরে চল বাড়ি
সন্ধ্যে হলেই অমন করে দিস কেন তুই আড়ি


তোর অন্ধকুপে মাছরাঙাদের ঘর
হাতড়ে বেলা, ঝপাৎ ঝপাৎ পড়ছে জলের পর


চোখে তোর অশ্রু ভরা কান্না চলাচল
থাকবে নারে, আয় লেগে থাক সামনেই স্থল


ও' চামেলি ফিরলি নারে ঘরে
অমন করে ঘরকে ভুলে ভুলের মাশুল দিসনা কিন্তু পরে


বুকের ভেতর ব্যথার বেদন চেপে
দ্যাখরে এবার চক্ষু মেলে মনের দক্ষিন দুয়ার মেপে


তোর মিনসে অন্য বাড়ি যায়
চামেলিরা চিরকালই অভিমানী,অভিমানই জীবনটারে কুরে কুরে খায়।