বহুকাল পেরিয়ে এলি তুই নামে শুকতারা
আসলে কি দিতে পেরেছিস কিনা সুখ জনম জনম ধরে পৃথিবীর পর
কী শুমার আয়ুষ্মতি তুই !
আমার আঁধার জীবন ফুরায় সহসা।
~~
চাঁদ, কবে তোর জন্ম হয়েছিল আকাশের পর
কবে তুই দুঃখী হলি, কবে কোন ব্যথায় তোর ভাঙলো পিঞ্জর !
দেখে এলো এইতো সেদিন নীল আর্মস্ট্রং।
~~
ও চাঁদ,
ধার করা আলোয় তুই আলোকিত করিস স্বজন
শুকতারা,
তুই বাড়াস আকাশের সৌন্দর্য কারো আলোয়।
~~
আমি, তুমি আর আমাদের মা-বাবা কোন আলোয় আলোকিত বলতে পারিস??
******************************
টুঙ্গিপাড়া, ০৫/০৬/২০২০