1[]
চোখের তারায় নেচে যায় দীর্ঘাঙ্গী
আলোর রোশনাই
শখ জাগে কৃষকের
ধানীমাঠ চিরকাল ভরপুরই দেখা চাই;


ওই হলুদ মাঠের রাজা, কৃষক আমাদের ভাই।


2[]
জীবনের জটিল মানে খুঁজতে গিয়ে কতো যে
দিশেহারা হই
পেলাম তো কতকিছুই, পেলাম না তারও বেশী
পাওয়া না পাওয়ায় আমরা কিন্তু কেউ খুশী নই।


3[]
বাড়ির দক্ষিনে কেবলই কাছে মধুমতী বয়ে চলে
মনের ভেতরে তাকে নিয়ে আজ কত কথা যাই বলে।


4[]
কী করে ভুলে থাকি কী করেই বা একা হয়ে যাই?
মা হারা দুঃখী মানুষ সে ই বোঝে জনম দুঃখীনি
মা যার নাই!