দুপুরের পাতে কাটাশাক, মনও কেটে ফালা ফালা
সেদিন যে মেয়েটার সাইকেলে পা কাটলো
পাড়ার মোড় থেকে যার ব্যাণ্ডেজ বাঁধলাম
মনে হয় সেই ই তুলে দিচ্ছে ভাত
গায়ের ঘাম মুছতে মুছতে বলছে আদমসুরাত


মেঘবিকেলে চিন্তা নিয়ে হাট ফিরলেও,
কীইবা করার!
নিয়ে ফিরি শটিপাতায় জড়ানো চারটে চ্যাপা পুঁটি? আহা! ক্ষুধায় হীরা ধানের ভাতে অমৃত!
তবুও গভীর রাতে মুখে হাসি, আঁচলে শিউলির মালা।


মাঠ শেষে কলমি আর ঘুষা চিংড়ী হিয়ে আসি
আনতে পারিনা রোদ, রোদের কুসুৃম।
★★★★★★★★★★★★★★★★★★★★★
টুঙ্গিপাড়া