এইটুকু রাখতেই পারি ছাপ
এই নরম বালুতে এঁকে দিয়ে যাই শেষ
কত যে হেঁটেছি মাঠের ওপারে দূরের দেশেরটানে
ওখানে সাগর তরঙ্গ, নিঃসঙ্গ খেলা করে


ওই যে দেখি হলুদে ধূসর আকাশ
                     যেন নেমে এলো খুব কাছে
ওখানের ওই বিচ্ছিন্ন দ্বীপছায়ায়
                      ভালোবাসা মিশে আছে।


ভেবেছি অনেক
হাতে হাত রেখে দেখতে যাবো আকাশের বিশালতা
নাকি সমুদ্র তার ধারণ করে কতটুকু গভীরতা।


আসতোই যদি এমন বন্ধু, যার হাতে রেখে হাত
কাটিয়ে দিতাম নরম বালুকায় অগুনতি সুখরাত।
_________________________
১১/৩/২২