জীবন এতো যে জটিল, দেহ ভাঁজ খাদের কিনার
কখনো আলো কখনো ঘোর অন্ধকার
দুরন্ত ঘূর্ণির দিকে তাকিয়ে তাই লেখা হয়না
বিজয়ের গান
নিঃশব্দে ঝুলে পড়া ছায়ার দংশন নিয়ে একাকী
প্রদীপ জেগে থাকে--
ভেঙ্গে পড়া স্বপ্নের কাছে যাচে না জীবন
ছায়া পোড়া স্নেহের মতো এগোয় বিকেলের দিকে--


জীবন এতো যে প্রেমের, ক্ষণিক সময়
পৃথিবীর সমস্ত সৌন্দর্য গন্ধ ঢালে রসে ভরা
আলোক শয্যায়
তবু সব আঁকা মুছে আসে জীবনের সব বাঁক ঘুরে
বদলে বদলে শেষ হয় প্রদীপের তেল--


জীবন এতো যে মায়ার, আবেগে ভরা
সত্যি কি আবেগের আছে কোনো পথ
কেবল কথার অভিমুখ না পাল্টে ভেঙে ফেলে
যত্নের সকল স্বপ্ন বিশ্বাস
যতই আঁকড়ে ধরি হৃদয়ের মাঠ ঘাট সবুজ বনানী
তৃনলতা ঘাস
থেকে যায় তবু কিছু আবেগ উচ্ছ্বাস।