ছেঁড়ে যাবার আগে আরেকবার এসো
যে দেয়ালে এঁকেছি যুগল ছবি
সে দেয়াল কালো অন্ধকারে ঢেকে দেয়া জরুরী ;


জরুরী তারাদের নিভে যেতে বলা
যে রাতের গল্পগুলো সেঁটে রাখা হৃদয়ের মন্দিরে
ভুলে যেতে বলা ভোরের পাখিদের দিনাগমনের গানগুলি, দিন নয় অন্ধকার রাতই হয় হোক আগামীর চলা, বলে দেয়া খুব যে জরুরী


মাঘের শেষে যে কোকিল বলেছিল
তারও এ মুহূর্তে প্রয়োজন এক স্বপ্নের বাড়ি
শরতের যে মেঘেরা বলেছিল
উড়ে উড়ে দেবে ওই নীলাকাশ পাড়ি
তাদেরও বলে দেয়া জরুরী, আর হবে না
আমাদের মন নিয়ে কাড়াকাড়ি


যে বৃষ্টির ধারা ইশারায় বলেছিল
ধুয়েমুছে দেবে সকল অশ্রুধারা
তাদেরও থেমে যেতে বলা খুবই জরুরী


ছেঁড়ে যাবার আগে আরেকবার এসো
মনের দেয়ালের রঙিন আলপনা মুছে দেবো
ফুলের গন্ধ বাছে কী সুখ দুঃখ !