ভ্রমরে গান গায় অবিরাম
কাজও করে থাকে সর্বক্ষণ, সচলগতির
ফুলকে বাসতে ভালো, ছোটে কি সে ফুল হতে ফুলে ?
ভক্তের আনন্দ বার্তা জানাবার প্রয়োজনে
গান কি সে গেয়ে চলে অবিরাম ?
তাহলে কি কখনো দুঃখে থাকেনা ভ্রমর  
কখনো কি সে কাঁদেনা অ- সুখে ?


আবার ফুল তো ফুটে থাকে গাছের শাখায়
গন্ধ ছড়ায় নবারুণ রাগে, চারদিক ছড়ায় বিস্তর
দিবাচর, নিশাচর সবাই আকুল----
স্বপ্নেরা ছায়া দ্যাখে, সদ্য পাপড়ি মেলানো
সতেজ ফুলকে দ্যাখে, --
দ্যাখে ভালোবাসাময় সুঘ্রাণের বাতাস, মায়াবী আকাশ
দিগন্তের ওপারে জমানো সুখ--
চিরদিন তাই প্রশস্তি চলে, চলে সারাক্ষণ
তাহলে কি ফুলের বিসর্জনে
কখনো কাঁদেনা ফুল ?  শুকায় না নিজের দেহ ?
_________________________
রচনাকাল ০৪-০৪-১৯৯৪                                    
সোনাডাঙ্গা, খুলনা