জংলা পথ মাড়িয়ে সোজাসুজি পা বাড়াও, একটা চিনে জোঁকও ভালোবাসতে পারে
ছোবল দিতে পারে বিষাক্ত সাপ, তবু মানুষ থেকে ওরা ভালো। আঘাত না পেলে ছোবল  মারে না।


জঙ্গলেই হারিয়ে গেলো মন।
পাগল হতে হতে জঙ্গলই আপন হয়ে যায়
সব শালা বুঝলো, ঈশ্বর বুঝলো না।


এভাবে না হারালে শোক বই লেখা হতো ?
শোক তবু ভালো, হারানোর শোক।
কাছে থেকে ক্রমাগত ভিমরুলের হুল ফোটানো আরো যন্ত্রণার।


হারিয়ে যাও, মানুষ হলে আমি একবারও কাঁদবো না
মানুষের ছোবল আজীবন বিষবৎ।
★★★★★★★★★★★★★★★★★★★★★★
টুঙ্গিপাড়া,