একজন রাজকুমারী প্রতিদিন আমাকে ফোন করে
কিছু নীতিকথার ভিডিও পাঠায় মেসেঞ্জারে
যেন তার নীতি কথায় আমি মোমের মতো গলে যাই
যেন তার ভালোবাসায় আমি মুগ্ধ  হয়ে যাই
হই যেন লোভে গদগদ অথবা কোন দুঃখের মহাজন


আসলে সে জানেই না এই রাজা মহারাজাদের কালে রাজকুমারীর কোন স্থান নেই
কেবল খাতা কলমে আর আছে কল্পিত নামে।


সে নিজেই জানে না মিথ্যের মধ্যে যার বসবাস
ছদ্মবেশে পালিয়ে বেড়ানো যার অভ্যাস
তার নীতি কথার কোন মূল্য নাই।


আমি নিঃস্ব সহায় সম্বলহীন
নেই নিজস্ব পরিচয়, রাজার কুমার আমি দেখিনি কখনো। আর রাজকুমারী ? সে আমার ভাবনার অতীত।


কেবল আমার বুকের মধ্যে এখনো জেগে আছে
এক সার্বভৌম নদী আর লম্বা বালুচর
যে নদী আমাকে ভাসায়, যে বালুচর স্বপ্ন দেখায়
যে নদীর কুলু কুলু স্রোত আমাকে বিভোর করে
নিয়ে যায় আমার স্বপ্নের রাজার দেশে।
আহা ! আমার বুকের নদী !!


রাজকুমারীর দেখা সে নদীর কূলে আছে কি ?
********************************************