আরেকবার বলি, চলো একসাথে যাই
শীতের পড়ন্ত বেলায় পাতা ঝরবার চরম ক্ষণে
মাড়িয়ে ক্ষরণ, ভ্রমর গুঞ্জনহীন অগুনতি গোলাপের কাছে ,
চলো আরেকবার ভালোবেসে বকুলের তলে হাঁটি
দেহে আঁকি ঘ্রাণের বসন্ত অপার
দেখি চেয়ে মুগ্ধ চাঁদ রাতের আঁধার গিলে, ছুঁয়ে যায় কামনার কুয়াশায়।

হায় রে দুর্ভাগ্য আমার! পায়ে পায়ে কেটে যায়
অসংখ্য প্রহর, মধুবনে ডুবে যায় সোনালী স্বপন।


কেমন করে বলি, চলো ভালোবেসে হাত ধরি
দোয়েল যদিও গাইলো না গান এই শীতে
কোকিল পেলো না তার অনুগত পাঠক একজনও
তবু যদি পাই দেখা গোঠের রাখাল
পাই যদি শ্যামের বাঁশি, গোলাপ বাগান
অকারণ হাসি কেন ম্লান হয়ে যাবে
চলো, চলো আরেকবার একসাথে যাই চাঁদ রাতে গোলাপ বাগান।
★★★★★★★★★★★★★★★★★★★★★
টুঙ্গিপাড়া,
রচনাকাল ১৯/০১/২০২১ইং