জল পড়ে জলে
দুঃখ দুঃখেই থাকে ডুবে
শুকানোর জ্বালা ভুলতে পারেনা নদী
জল ছল ছল চোখ বারেক ফেরে যদি


দেহ বাড়ে দেহে
দেহই বাড়ায় মাত্রা আনন্দের
বিরহের কাঠ কয়লায় পোড়ে মন দেহ
জলের নীচে জল জলের ওপরে জল তাতে কি সন্দেহ?


মেঘে মেঘে জল
জলেই সমাপ্তি তার
কোথা হতে কোথা যায় জলের কিনার
জলেই সকল সুখ জলেই দুঃখের নিস্তার।
***************************
টুঙ্গিপাড়া,