কেন যেন আজকাল খুব বেশী একা একা লাগে
মনে হয় করছি বাস কোন এক পলাতক দেশে
তিমির রাত্রি রেখে বুকের পকেটে, পৃথিবীতে হাঁটতে হাঁটতে বাড়িয়েছিলাম মায়াবী স্বজন
ছুঁয়েছিলাম এক অধরা স্বপ্নের ছায়া
নৈঃশব্দের জানলায় বসে চিত্র এঁকে দেখলাম
চিত্রিত আমি এক ধূসর অতীত-


কেন আজকাল জ্যোৎস্নাকেও মনে হয় অন্ধকার
দুধ শাদা কফিনকেও মনে হয় কালো
কেন আজকাল ক্রমশ ফিকে হয়ে যাচ্ছে সম্পর্ক
দোদুল দুলে দুলছে পৃথিবী আমার
নাকি এ কেবল আমার ভেতরে নয়
রাষ্ট্র রাজনীতি সভ্যতার তুখোড় বিকাশে হারিয়ে যাচ্ছে নিগুড় প্রেম, প্রকৃতির ভালোবাসা


জীবনের খোল নলচে পাল্টেও আবার আমাকে ফিরে যেতে হবে পুরাতন পথে, এ চরম সত্য জেনেও নিশ্চিন্ত থাকি আমি আমরা আমাদের আগামী--


সমৃদ্ধির সোপানে মানবতার আঁচল ছিঁড়ে
যতই সাজিয়ে রাখি বিস্ময়ের ঘুড়ি, টানবার তুমুল  আকাঙ্ক্ষা নিয়ে বসে আছে হুকুমের নির্মম দাস।
★★★★★★★★★★★★★★★★★★★★★★
খুলনা,