আমার কেবল ভুল হয়ে যায়
তোমার মতো মানুষ দেখে
ফুলের মতো ফুলকে দেখে
ভুল হয়ে যায়


ছবির মতো ছবি দেখে
কবিতার মতো কবিতা দেখে
নদীর মতো নদী দেখে
ভুল হয়ে যায়


আকাশ পাখি ফাগুন বনে
মন ময়ুরীর উচ্ছল গানে
ভুল হয়ে যায়
আমার কেবল ভুল হয়ে যায়
স্বপ্ন দেখে স্বপ্নে হাঁটা
বইয়ের মতো বইটি দেখা
আঁখির মতো আঁখি দেখায়
সন্ধ্যা কুসুম হাসনেহেনায়
ভুল হয়ে যায়


আমার কেবল ভুল হয়ে যায়
সুরের মতো সুর মেলানো
দিব্য চোখের তারা আলোয়
ভালোবাসার অধর দেখা ভুল হয়ে যায়।
★★★★★★★★★★★★★★★★★
টুঙ্গিপাড়া,