অখিল, হেমন্তের ধানক্ষেত জুড়ে তুই
তোর চোখে ফিঙ্গেদের নাচানাচি
তোর চোখে মেঘ করে ভর
কনে দেখা রোদে তোর কাটুক প্রহর
ঘরময় আলো নয় আধো এই অন্ধকারে
একবার ছুঁয়ে দ্যাখ তারে
এখনো ডাহুক ডাকে বর্ষায় বিলময় প্রেমের প্রহরে
যৌবন এলে বুঝি ফোটে ফুল বিবর্ণ পাথরে ?


ওই শোন অখিল,
কতকগুলো কাক এসে ডাকছে গাছের ডালে
শীতের আমেজে ওর চেহারা সতেজ
ওর তো প্রেমজ কাল শীত শেষে বসন্ত এলে
শুনি গান পথে পথে কিবা দিবা কিবা নিশিকালে


কিবা তোর দুঃখগুলি ? আয় ভাগ করি
আয় সেই পথভোলা পথকে স্মরি
যদি পাই দেখা তার মেঘের ওপর
আয়রে অখিল!
তারে নিয়ে মেঘের চাতালে গড়ি মেঘের শহর।


হায়রে বুভূক্ষু হৃদয়! যে পথের শেষ ঠিকানায়
তুই আমি আসন নেবো কোন এক কালে
মা মাটির গহীন বিছানায়
কোন পাখি ডাকবে না শিরীষের ডালে
কোন গান গাইবে না বেভুল পথিক
আয় জুঝি, এখনো প্রহর বাকী একটুকু হই আন্তরিক।