সন্ধ্যায় কবরস্থান ঘুরে আসি
ক'দিন হয় মা চলে গেছে
আকাশে ঝুলে আছে নবমীর চাঁদ
তবুও অদ্ভুত অন্ধকার মেহগনি তলে
ফাতেহা দরুদপাঠে চোখ ভিজে আসে
আহা! কেমন করে আপন মানুষগুলো গহীন কবরে
শুয়ে থাকে নীরব নির্বিকার!
আর আমরা মানুষ, মানুষ হয়ে মানুষকে রেখে আসি মাটির গহীনে অথবা অন্তর্যামী আগুনে
যে মানুষ ফেরে না কোনদিন
এভাবেই আমরা মেনে নেই বাধ্যতামূলক, এই চলে যাওয়া, এই না থাকা চিরদিন


হয়তো কিছুদিন মা হারানো কষ্টটা কষ্ট দেবে খুব
তারপর ভুলে যাবো অথবা আমিও যাবো
যেটুকু সময় পাই ভালোবেসে যাই নিশ্চুপ
__________________________
১৪-১২-২১