কবি
তুমি কান পেতে শোনো অনাথের কান্নার আওয়াজ কেবল চেয়ে চেয়ে দ্যাখোনা এই দেশে
এই প্রবল শীতে দুঃখী মানুষের কষ্টের সাঁঝ
মনে মনে হলেও বলো,
ছুঁয়ে যাক আমায় যতো আছে সব, বিষণ্ণতার মেঘ  
শুধু সুখে থাক চেনা গাঁয়ের দরিদ্র সব লোক
সুখে থাক এই পৃথিবী আমার
আমি যতো দুঃখী হই অথবা হলাম  
বিলাসের অপার মোহ, না হলো আমার
না হলো প্রকাশের সামান্যটুকু সুখ
আমি হেঁটে চলি গাঁয়ের ধূলো ওড়া মেঠো পথ
দেখি চেয়ে ফসলের আলপনা, এখনো ঘোমটায় বধু।


দেখি এই শীতে খেজুরের রসে ভরা হাঁড়ি
তুমুল শর্ষে ক্ষেত হিমুর হলুদ পাঞ্জাবী শীর্ণ মধুমতী
ওই তো দেখি কিছুটা দূরে হাওড়ের বাঁকে ওড়ে
ঝাঁকে ঝাঁক পরিযায়ী পাখি।
ভোরের কুয়াশা ঠেলে চেনা গাঁ'র চাষি
গতরের খাটুনি এঁটে ফোটাতে চায় এই বাংলার
মানুষের মুখে হাসি।
*********************************************
টুঙ্গিপাড়া,