আর কতো?  
প্রলোভনের রাস্তায় নেমেই তো দেখলে
পারলে ঠেকাতে প্রতিবন্ধকতা?
জ্বলছে অগ্নিগিরি,
আহুত হতাশারা তবুও বাড়াচ্ছে ডানা
কোথায় লুকোবে সত্য তুমি?
তুমি আসবে, তাও বাঙালির আছে জানা।

আর কোন অনুষঙ্গ নেই
সংযমী ডাইরি আজও লিখে চলে দীর্ঘশ্বাস
রাজপথে ফুল নয়, ফুটতে পারে বিস্ময় স্লোগান
আসতে পারে পতঙ্গের ঝাঁক.....

রুটির চিৎকার বড় ভয়ানক, ভেবে দেখো
ভেবে দেখো......