পেণ্ডুলামের মতো মনটাকে ঘুরালাম ডানে বায়ে
আরো আরো দিকে
কুয়াশায় ভিজলাম, ভিজালাম সফেদ কাফন
আলো আঁধারিতে ডুবলাম, ডুবালাম মেধা আর মনন।


বহু প্রতীক্ষার পর
একদিন এই নদী তীরে স্রোতোবহা বেদনায়
হেঁটে হেঁটে দেখলাম
শৈশব হামাগুড়ি দেয়, কৈশোর উড়ে উড়ে যায় চলে নীল নীলিমীয়।
অপুরাও দুর্গার কাছে গিয়ে মেলায় হাত, কেউ পরিনত হয়ে কেউবা তার আগে।


কেউ মৃত্যুকে ডাকে আয় তিনপাত্তি খেলি,
আয় জীবনের সীমারেখা পার হই
সহজে সরবে, কেউ হিরকের রাজার সঙ্গে লড়ে জানবার জানাবার সংগ্রামে।


সংগ্রাম মুখর এই যে চলা
চিরকাল চলতেই থাকবে জানি
তবু শূন্যস্থান শূন্যই থেকে যায়
কখনোই তা পূর্ণ হবার নয়।